মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি::::চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মানষিক ভারসাম্যহীন এক ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার ( ৬ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএসআরএম এলাকার মৃত কোব্বাত আহমেদ এর ছেলে ফরিদ আহমেদ (৬৩)।

স্থানীয় ইউপি সদস্য শাহিনুর ইসলাম জানান, ফরিদ আহমেদ মানিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে হাটতে গিয়ে বিএসআরএম কারখানার একটু উত্তর পাশে চেয়ারম্যান রোডের মুখে রেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড জিআরপি উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনি হেফাজতে নেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন উপস্থিত আছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *