সীতাকুণ্ড প্রতিনিধি: সারাদেশে বিএনপি জামায়তের হরতাল অবরোধ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়ার নেতৃত্বে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশাল একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে।
সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদদীন মেম্বারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, ইঞ্জিনিয়ার আজিজুল হক যুগ্ম সম্পাদক সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম ইউসুফ, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ আলহাজ্ব আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল হোসেন বাবুল, আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা তারেক উদ্দিন শিকদার, যুবলীগ নেতা রাইহান উদ্দীন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply