ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: আবুধাবিতে বিগ টিকিট র্যাফেল ড্রতে সবচেয়ে বড় পুরষ্কার ২০ মিলিয়ন দিরহাম জয় করেন মুহাম্মদ হাসান।
জয়ের পরে শারজাহের বসবাসকারী এশিয়ান নাগরিক মুহাম্মদ হাসান এখন ২০ মিলিয়ন দিরহামের মালিক হলেন।
তিনি ৩১ ডিসেম্বর তার টিকিট নম্বর # 629524 কিনেছিলেন। বিগ টিকিট আবুধাবি থেকে ফোন করে তাকে জিজ্ঞেস করা হয় এই মুহুর্তে আপনি কী করছেন? মুহাম্মদ হাসান জবাব দিলেন, এটি আপনার জানার দরকার নেই বলে তিনি কলটি কেটে দেন।
পরে কলার রিচার্ড তাকে আবার কল করে বিগ টিকেট আবুধাবি আসতে বলেন। তিনি বলেন, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি সব চেয়ে বড় পুরস্কারটি পেয়েছি।
Leave a Reply