গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম নিলেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি। তার পক্ষে মনোনয়ন ফরম নেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম।

এর আগে সকাল ১০টার দিকে মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম উদ্বোধন করতে কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে আসেন শেখ হাসিনা। পরে বিভিন্ন বুথ ঘুরে দেখেন ও কার্যক্রম উদ্বোধন করেন।

এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরামসহ গোপালগঞ্জ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেখ হাসিনা চলে যাওয়ার পরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

আজ থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *