ভোটের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হবে: প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চাইবে, তাদের পরিণতি ভালো হবে না। ভোটের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করলে দেশের ক্ষতি হয়। আমরা চাই, জনগণের ভোটের অধিকার অব্যাহত থাকবে।

শনিবার সকালে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

সকাল সাড়ে ১০টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পরে বিভিন্ন বুথ ঘুরে দেখে নিজের জন্যও মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম নেন জেলা আ.লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম।

পরে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ এমন একটি সংগঠন যেটির জন্ম হয়েছিল শোষিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আওয়ামী লীগ দেশের সংবিধান মেনে চলে। প্রতিটি কাজ সূচারু ভাবে করে, বিশেষ করে সাংগঠনিক কাজগুলো।

তিনি আরও বলেন, ‘যারা নির্বাচন বানচাল করতে চায়, মানুষের ক্ষতি চায়, অবকাঠামো নষ্ট করতে চায়, জনগণের অধিকার যারা কেড়ে নিতে চেষ্টা করবে, জনগণই তাদের প্রতিহত করবে। দুর্ভাগ্যের বিষয়, বিএনপি-জামায়াত দেশ ও মানুষের ক্ষতি করে মজা পায়।’

শেখ হাসিনা বলেন, আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা ধরে রেখেই সামনে এগিয়ে যাব। গণতান্ত্রিক ধারা যেন কেউ ব্যাহত করতে না পারে। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে।

কারা মনোনয়ন পাবেন- এ ব্যাপারে শেখ হাসিনা বলেন, যারাই প্রার্থী হোক, সবাই যোগ্য। তৃণমূল থেকে মতামত নিয়ে বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে। যেসব দল নির্বাচনে আসছে তাদের সাধুবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরামসহ গোপালগঞ্জ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *