সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দল জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান জড়ো করে খুলনা। মেহেদী হাসান রানা ও রুবেল হোসেনের বোলিং তোপে এদিন দাঁড়াতেই পারেননি খুলনার ব্যাটসম্যানরা। রুবেল ও রানা দুজনই ৩টি করে উইকেট শিকার করেন।

খুলনার পক্ষে ৪০ বলে ৪৮ রান করেন রুশো, যা দলের পক্ষে সর্বোচ্চ। এছাড়া মুশফিকুর রহিম ২৪ বলে ২০ ও রবি ফ্রাইলিঙ্ক ২৩ বলে ১৭ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিকী উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৯ রান। সিমন্স ২৮ বলে ৩৬ ও জুনায়েদ ৩৯ বলে ৩৮ রান করে বিদায় নিলে আসেনা গুনারত্নেও কোনো রান না করে সাজঘরে ফেরেন। ইনিংস বড় করতে পারেননি ৭ রান করে আউট হওয়া চ্যাডউইক ওয়ালটনও।

তবে অধিনায়ক ইমরুল কায়েসের ২৭ বলে ৩০ রানের ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় ১১ বল ও ৬ উইকেট হাতে রেখেই। ৬ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

খুলনার পক্ষে ২টি উইকেট শিকার করেন রবি ফ্রাইলিঙ্ক। এছাড়া আল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

খুলনা টাইগার্স ১২১ (২০ ওভার)
রুশো ৪৮, মুশফিক ২৯, ফ্রাইলিঙ্ক ১৭
রুবেল ১৭/৩, রানা ২৯/৩, উইলিয়ামস ২১/২

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১২৪/৪ (১৮.১ ওভার)
জুনায়েদ ৩৮, সিমন্স ৩৬, ইমরুল ৩০*
ফ্রাইলিঙ্ক ২০/২, মিরাজ ১০/১

ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়ী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *