সীতাকুণ্ডের সোনাইছড়িতে বাস-ট্রাক সংঘর্ষে মোঃ ইসমাইল হোসেন(৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছে আরো ৭/৮ জন। ২৪ নভেম্বর শুক্রবার ভোর সাড়ে পাঁচটার সময় ইউনিয়নের বার আউলিয়াস্থ শেয়ারিপুল এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল দূর্ঘটনাকবলিত বাসের সুপার ভাইজার। তিনি
ঢাকা ডেমরার পূর্ব বসননগর এলাকার সেকান্দর আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস শেয়ারীপুল এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দিয়ে বৈদ্যুতিক খুটির সাথে লেগে দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই শাহ আলম বলেন, দুর্ঘটনায় বাসের সুপার ভাইজার নিহত হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply