মনোনয়নের প্রস্তাবকারী ও সমর্থনকারী মাহতাব-নাছির এর সাথে সাক্ষাৎ করলেন নওফেল

নগরীর আগ্রাবাদ ও দামপাড়ায় পৃথক দুইটি স্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচনী মনোনয়ন ফরমের প্রস্তাবকারী মাহতাব উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চসিক মেয়র, নির্বাচনী মনোনয়ন ফরমের সমর্থনকারী আ.জ.ম নাছির উদ্দীন এর সাথে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মতবিনিময় কালে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যারিস্টার নওফেল কে ২য় বারের মত মনোনীত করেছেন। আপনাকে নির্বাচিত করতে আমরা আমাদের সর্বোচ্চ কাজ করবো।

তিনি আরো বলেন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তিনি অসাম্প্রদায়িক ও মেধাবী ব্যক্তিত্ব। তাকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে আমরা চট্টগ্রাম-৯ আসন উপহার দেবো। নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সকল অপচেষ্টা প্রতিহত করে উপযুক্ত জবাব দিতে নগর আওয়ামী লীগের রাজপথে প্রস্তুত আছে বলে তিনি বলেন।

এই সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমাল আল মাহমুদ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর সহ নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *