বরকল এস,জেড উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ) আত্মপ্রকাশ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান,মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত বরকল শামশুজ্জামান (এস,জেড.) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ) আত্মপ্রকাশ অনুষ্ঠান গতকাল ১ ডিসেম্বর-২৩ ইংরেজী শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মৌলভী বাজার মোস্তফা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চেীধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন, মো: মেজবাহ উদ্দীন (১৯৯৬) ও গীতা পাঠ করেন, শান্ত শীল ( ২০২৩ ব্যাচ)।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এ,কে, এম, আবু ইউসুফ, আব্বাস উদ্দীন,আনছারুল হক ও সালাউদ্দীন সুমনের যৌথ সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল মনজুর, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ,বীর মুক্তিযোদ্ধা ছাদেক আবদুল মহি, শিক্ষাবিদ মাহফুজুর রহমান,মির আহমদ,আবু হেনা মোস্তফা কামাল,আজগর হোসেন টিপু,খোরশেদ আলম । স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল ইসলাম ( ১৯৯০ব্যাচ) ও প্রেসিডেন্টস স্কাউট মঈনুদ্দীন জুয়েল (১৯৯৬ব্যাচ) । প্রাশিপ গঠনের লক্ষ্যে উদ্দেশ্যর উপর বক্তব্য রাখেন, মো: শামমুদ্দীন হেলালী ও ডা: নুরুল আবচার (১৯৮৮ ব্যাচ),মো: আলী হিরু (১৯৮৭ ব্যাচ), ফজলুর রহমান মুরাদ (১৯৯০ব্যাচ),হামিদুর রহমান পারভেজ ( ১৯৯১ ব্যাচ) , শাহরিয়ার খালেদ ( ১৯৯২ ব্যাচ), আতিকুর রহমান মানিক ( ১৯৯৩ ব্যাচ), মো: আব্বাস উদ্দীন ( ১৯৯৪ ব্যাচ), এম এম লোকমান ( ১৯৯৬ ব্যাচ), আল মাহমুদ অশ্রু (১৯৯৭ ব্যাচ), শহিদুল ইসলাম ও জিল্লুর রহমান শাকিল (১৯৯৮ ব্যাচ) মো: সাফায়েত হোসেন,জুবায়ের উদ্দীন,হুমায়ুন উসলাম রাসেল ও শাহাদাত হোসেন কচি (২০০১ ব্যাচ), জাহেদুল ইসলাম (২০০৫ ব্যাচ), দস্তগীর হোসাইন মানিক ( ২০০৮ ব্যাচ),এ কে এম নাঈম উদ্দীন সায়েম(২০১০ ব্যাচ), জিল্লুর রহমান শাকিল ( ২০১৪ ব্যাচ), রবিউল হোসেন ( ২০২২ ব্যাচ), শান্ত শীল (২০২৩ ব্যাচ)সহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগন ।
অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয় । আজগর হোসেন টিপুকে ( ১৯৮৬ ব্যাচ) আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদে ডা: নুরুল আবচার ও এডভোকেট এরশাদ হোসেন (১৯৮৮ ব্যাচ),দিদারুর রশীদ( ১৯৮৯ ব্যাচ),ডা. শাখাওয়াত হোসেন(১৯৯০ ব্যাচ),আবুল বশর (১৯৯১ব্যাচ),মো: আব্বাস উদ্দীন ( ১৯৯৪ব্যাচ),মো:মঈনুদ্দীন জুয়েল (১৯৯৬ব্যাচ),আমিনুল হক রাশেদ(১৯৯৭ ব্যাচ),মো:আনছারুল হক( ১৯৯৮ ব্যাচ), মো: সালাউদ্দীন সুমন ( ১৯৯৯ ব্যাচ),মো: সাফায়েত হোসেন(২০০১ ব্যাচ) , বিবি হুমায়রা খানম ( ২০০৮ ব্যাচ) নির্বাচিত হয়। এছাড়াও আহবায়ক কমিটির উপদেষ্ঠা পরিষদ,সদস্য, ও ব্যাচ প্রতিনিধি নির্বাচিত করা হয় এবং অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *