স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব থানার ওসিদের রদবদলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসি রদবদল করা হবে। কারণ তারা মনে করছে দীর্ঘদিন ধরে যারা আছে তারা (নির্বাচনে) প্রভাবিত হতে পারে।
রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। তাদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। নির্বাচবকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে।
ইলেকশনে বিএনপি আসতে পারবে না বলেই নাশকতা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply