চট্টগ্রামে হেলে পড়েছে ২ ভবন

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে দুটি তিন তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, দুটি বাড়ি সামান্য হেলে গেছে। তবে বাড়ির গায়ে কোনো ফাটল নেই। সকাল থেকে সিটি করপোরেশন এলাকার পাহাড়তলী সরাইপাড়ায় ড্রেনের কাজ চলছিল। এ সময় হঠাৎ ওই তিন তলা ভবনটি হেলে পড়ে। এ ঘটনার পরই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে নগরীর পশ্চিম শহীদ নগরের তৈয়াবিয়া হাউজিং এলাকায় একটি চারতলা ভবন পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়েছিল। অবশ্য এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঝুঁকি এড়াতে এই দুটিসহ পাশের আরও একটি ভবন থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *