রানা দাশগুপ্তের সাথে ব্যারিস্টার নওফেলের সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত এর সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার(১২ই ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর দেওয়াঞ্জিপুকুর পাড় বাসভবনে এই দুইজন দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

সাক্ষাৎ কালে রানা দাশগুপ্ত বলেন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। চট্টগ্রাম-৯ আসনের জনগণ কে ভাগ্যবান বলতে হবে যে তারা একজন অসাম্প্রদায়িক, মেধাবী, তরুণ সাংসদ পেয়েছেন।

তিনি আরো বলেন, আগামীতেও যোগ্য প্রার্থী কে মনোনীত করতে জণগণ ভুল করবে না। সাম্প্রদায়িক অপশক্তি বিরুদ্ধে ভবিষ্যতেও ব্যারিস্টার নওফেল কে সোচ্চার থাকতে অনুরোধ জানান।

এই সময় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-৯ আসনের উন্নয়নে রানা দাশগুপ্ত এর সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম সহ সারাদেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বের কারণে।
আগামীতেও তাঁর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *