মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

চট্টগ্রামের পটিয়ায় আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবসে দিনব্যাপী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শনিবার (১৬ই ডিসেম্বর সন্ধ্যায় পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক দিহান চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দিন পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমিরউদ্দীন, নাজিম উদ্দীন পারভেজ,মোহাম্মদ নাছির প্রমূখ।
আবু মোহাম্মদ মহিউদ্দিন সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের শীতার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।তিনি আরো বলেন আমরা বিভিন্ন দিবসে ও দুর্যোগ কালীন সময়ে আমাদের সামর্থ্য অনুযায়ী দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
শেষে মরহুম আবদুল মাবুদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *