আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাকে ভর্তি করা হয়।
পরিবার এবং হাসপাতালসূত্রে জানা গেছে, সকালে বুকে ব্যথা হলে তাকে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতালের পুরনো ভবনের ৩য় তলায় করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন তিনি।
ল্যাবএইডের ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে আগামি তিনদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের হার্টে এর আগে রিং পরানো হয়েছিল।
আওয়ামী লীগের এই নেতার শারীরিক অবস্থা উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
Leave a Reply