চট্টগ্রামের সবচেয়ে বড় টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

আজ সোমবার (১ জানুয়ারি) রাইফেল ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় ডিসি ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামে এত বড় টুর্নামেন্ট এর আগে হয়নি। সব উপজেলা এবং জেলা শহরের খেলোয়াড়রা অংশ নিয়েছে। আমি আয়োজক এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। চট্টগ্রামের বিভিন্ন বয়সের খেলোয়াড়দের জন্য আমরা একটি উডেন ফ্লোরের জিমনেসিয়াম করতে চাই৷ এছাড়া জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় কালুরঘাট ব্রিজের পাশে একটি ইনডোর স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে। এছাড়া আউটডোর শুটিংয়ের জন্য আমরা চট্টগ্রাম রাইফেল ক্লাবকে ৩ একর জায়গা বরাদ্দ দেব।

এসময় জেলা প্রশাসক আসন্ন ফুল উৎসবে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান।

জানা গেছে, এ টুর্নামেন্টে শুধুমাত্র চট্টগ্রামের ২১২টি টিম ৪টি ইভেন্টে অংশগ্রহণ করেছে। ৬ দিনব্যাপী চলবে এই টুর্নামেন্ট। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন পাবে ৫০ হাজার টাকা, রানার আপ ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবে ১০ হাজার টাকা। ৩২টি বালক দল (অনূর্ধ্ব ১৮), ১২০টি পুরুষ দল (১৮-৪৫), ২৯টি প্রবীণ দল (৪৫ এর ঊর্ধ্বে) এবং ৩১টি নারী দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর নাসিফ, চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও কোষাধ্যক্ষ অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *