২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসায় চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৪ জানুয়ারি) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।
মাদরাসার লেপটপ, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাদরাসা সুপার মাওলানা মো. আলা উদ্দিন জানান, রবিবার রাতের কোন এক সময় দাখিল মাদরাসা ও নূরানী বিভাগের অফিসের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল।
এরপর আলমিরা ও ড্রয়ার ভেঙ্গে সরকারী অনুদানের একটি লেপটপ দোয়েল, মাদরাসার ১৫ হাজার টাকা, শিক্ষক সমিতির ২০ হাজার ৮শ, শিক্ষার্থীদের শিক্ষা সফরের ৬ হাজার ৫শ, কিন্ডার গার্টেন এর ১৫ হাজার ২শ, এতিমখানার ৫ হাজার ৩শ, বই বিতরণ বাবদ ২ হাজার, মসজিদ ফান্ডের ৫ হাজার নগদ টাকাসহ প্রায় ৮০ হাজার টাকা নিয়ে যায়। ৫-৬টি আলমিরা ভেঙ্গে ফেলে কাগজপত্র তছনছ করে।
এই বিষয়ে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) নুর মোহাম্মদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, খবর পেয়ে সোমবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি লেপটপ ও নগদ টাকা চুরি হয়েছে। এই বিষয়ে মাদরাসার সুপার বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছিন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply