আশরাফ উদ্দিন::::সিলেকশান নয় উন্মোক্ত গনতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনে উত্তর চট্টগ্রামে উদাহরণ সৃষ্টি করেছে মিরসরাই উপজেলা প্রেসক্লাব। গত শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ ভোটের ব্যবধানে সভাপতি হয়েছেন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন কান্তি ধুম ও সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিনের মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী।
নির্বাচন ঘিরে দিন ব্যাপী ছিল উৎসব মুখর পরিবেশ। একটি জাতীয় নির্বাচনের ন্যায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ছিল প্রধান নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট। । হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে ৮ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন ধুম। সাধারণ সম্পাদক নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি করে একবারের স্থলে দুইবার ভোট করতে হয় নির্বাচন কমিশনকে। প্রথমবার বেলা ১২টার ভোটে সাধারণ সম্পাদক পদে দুই প্রতিদ্বন্দ্বী ২৪ ভোটের মধ্যে ১২ ভোট পান মানবজমিনের মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী অপরদিকে তার প্রতিপক্ষ দৈনিক বণিক বার্তা প্রত্রিকার মিরসরাই প্রতিনিধি রাজিব মজুমদার ও পেয়ে বসেন ১২টি ভোট। ফলে বিকাল ৫ টায় পুনরায় ভোট গ্রহণ করতে বাধ্য হন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জামশেদ আলম। ৫ ঘন্টার ব্যবধানে সহকর্মীদের মন জয় করে ৮ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনোয়ারুল হক নিজামী।
নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ও মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জামশেদ আলম বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে। যে দেশের গণমাধ্যম যত বেশি শক্তিশালী সে দেশের রাষ্ট্রব্যবস্থা ততো বেশি শক্তিশালী গণমাধ্যম তোষণ মুক্ত সমাজ গড়ার অন্যতম হাতিয়ার। আজকের সমাজে যত অনাচার অনিয়ম দুর্নীতি আছে এটা তুলে ধরার জন্য গণমাধ্যম একমাত্র পথ। গনমাধ্যম কর্মীরা পদলেহন করার কারনে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ ধসে পড়ে বিলিনের পথে। তাই আজকে যারা সুস্থ ধারায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে ভোটের মাধ্যমে জয়ি হয়েছেন তাদের প্রতি আকুল আবেদন আপনারা সাংবাদিকতার ধসে পড়া স্তম্ভের মেরামতে কাজ করবেন।
ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪ -২৫ সালের নির্বাচত হওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ কার্যদিবসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ভোটের আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডাঃ জামসেদ আলম সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন। এদিকে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply