কামরুল ইসলাম দুলু: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২৪ টি ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কে.এম রফিকুল ইসলাম। এসময় সদর উপজেলার সব ভোট কেন্দ্রের প্রিজাইটিং অফিসার ও সহকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে নিজ নিজ কেন্দ্রের মালামাল গ্রহণ করেন।
জানা গেছে, ব্যালট বাক্স ও নির্বাচনী সব সরঞ্জাম পাঠানো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিরাপত্তার সঙ্গে পাঠানো হলেও, আরও কঠোর নিরাপত্তায় রোববার (৭ জানুয়ারি) ভোর রাত ৩টার সময় ব্যালট পেপার পাঠানো হবে প্রতিটি ভোট কেন্দ্রে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট বাক্স পাঠানো হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের জারি করা নতুন নিয়মে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে রোববার ভোর রাত ৩টার সময় ব্যালট পেপার সব কেন্দ্রে পাঠানো হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসন (পাহাড়তলী- আকবরশাহ আংশিক) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার রয়েছেন ৪ লাখ ২৭ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৮২৭ জন ও নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৩৭ জন।
Leave a Reply