পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে নতুন একটি কনভেনশন হল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১২ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ধলঘাটের প্রীতিলতা সড়কের পাশে এটি স্থানীয় ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন উদ্বোধন করেন।
এতে বক্তব্য রাখেন, আবু সাঈদ মল্ল, মো: ইউসুছ, ইউপি মেম্বার মলয় সেন নান্টু, সীমা আচার্য্য, জুয়েল নাথ, রনধীর চক্রবর্তী, খোরশেদ আলম, রিংকি দেব, শহীদুল ইসলাম, শফিউল আলম, অসীত দাশ, শীলা দাশ। ধলঘাট কনভেনশন হলের প্রতিষ্ঠাতা সন্তোষ চৌধুরী, জগদ্বীশ চৌধুরী, প্রশান্ত চৌধুরী, সুকান্ত চৌধুরী।
স্বল্প খরচে জন্মদিন, আকিকা, বস্ত্রলংকার, মেহেদী, বিয়ে, বৌভাত, ওয়ালিমা, বিবাহ বার্ষিকী, শ্রাদ্ধ মেজবানসহ বিভিন্ন অনুষ্ঠানের সুযোগ রয়েছে।
Leave a Reply