মিরসরাই প্রতিনিধি :::চট্টগ্রামের মিরসরাই শিল্প এলাকায় মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর মিক্সার ঢালাই মেশিনে আটকা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার ( ১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোঃ মোশারফ হোসেন (২৮)। তিনি মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গেড়ামারা আবু তাহের এর ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, মিরসরাই থানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলে শনিবার সকালে মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর মিক্সার ঢালাই মেশিন পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিক মোশাররফ হোসেন। এসময় মেশিনটি চালু থাকায় ভেতরে আটকা পড়ে তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, তারা ৩ জন শ্রমিক কাজ করছিল আরএমসি মেশিনে। অন্য দুইজন সকাল সাড়ে ১১টায় নাস্তা করতে দোকানে গেলেও মোশাররফ তার জন্য নাস্তা নিয়ে আসতে বলে নিজে মেশিনের কাছে থেকে জান। তিনি হয়তো কৌতুহল বশত দেখার জন্য আরএমসি প্লান্টটির সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। সেখান থেকে কোন ক্রমে তিনি ছিটকে নিচে পড়ে গিয়ে আহত হন। অন্য শ্রমিকরা তার জন্য নাস্তা নিয়ে এসে দেখে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে প্রতিষ্ঠানের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকের জানাজা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আমরা উপযুক্ত সহযোগীতা করবো।
শিল্প জোন পুলিশ ফাঁড়ির এসআই হাবিব জানান, শ্রমিক মৃত্যুর খবর শুনেছি। তবে ঘটনা স্থলে যাওয়ার আগেই শ্রমিককে সরিয়ে ফেলেছে কারখানা কর্তৃপক্ষ। পরবর্তী বিষয় জোরারগঞ্জ থানার তত্ত্বাবধায়নে আছে থানাকে অবহিত করা হয়েছে।
জোরারগঞ্জ থানা ওসি তদন্ত জানান, নিহতের লাশ পারিবারিক ভাবে কবরস্থ করা হয়েছে তবে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পরিবার থেকে।
Leave a Reply