দুদিনের মাথায় আবারও চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে দুর্ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা না নিয়ে ‘মীমাংসা’ করার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে পতেঙ্গা প্রান্তে টানেলের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় টানেলের দেয়ালের ডেকোরেটিভ বোর্ডের ৮০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টানেল কর্তৃপক্ষের ধারণা— ঘুমন্ত অবস্থায় চালক দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘মুরগী বহনকারী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে ধাক্কা দিলে দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় টানেল কর্তৃপক্ষ এখনও কোনো অভিযোগ করেনি। ঘটনার পরে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তারা বলেছে, ঘটনার নিজেরা নিজেরা মীমাংসা করবে। তাই কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।’
দুঘর্টনায় টানেলের ডেকোরেটিভ বোর্ডের আর্থিকক্ষতি প্রসঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সহকারী প্রকৌশলী (টোল অ্যান্ড ট্রাফিক) তানভীর রিফা বলেন, ‘ট্রাকের ধাক্কায় টানেলের দেয়ালের ডেকোরেটিভ বোর্ডের ৮০ ফুট লম্বা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের কাজ চলছে।’
এর আগে, ১৬ জানুয়ারি টানেলের আনোয়ারা প্রান্তে একটি মাইক্রোবাস উল্টে নৌবাহিনীর সদস্যসহ সাতজন আহত হন।
Leave a Reply