মিরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ে বেপরোয়া গতির চয়েস বাসের চাপায় মো. মামুন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন জিয়া উদ্দিন (২১) নামে আরও একজন।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মামুন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম কারখানার মুখে দ্রুত গতির একটি চয়েচ বাস একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত হয়। এসময় গুরুতর আহত হন অপর আরোহী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সড়ক দূর্ঘটনার শিকার ২ ব্যক্তিকে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। অপর জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার দুর্ঘটনা সম্পর্কে অবগত নন‌বলে জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *