বিএনপি তাদের নির্বাচন বর্জনের ভুল বুঝতে পেরেছে: ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তাদের নির্বাচন বর্জনের ভুল বুঝতে পেরেছে। এই ভুল বুঝতে পেরে তারা চরম হতাশ বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর নবকুমার ইনস্টিটিউট উনসত্তরের গণঅভ্যূত্থানে শহীদ মতিউর রহমান মল্লিকের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন হাছান মাহমুদ।

তিনি বলেন, সারা পৃথিবীর সবাই পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আভিনন্দিত করছে। নির্বাচন বর্জনের ভুল বুঝতে পেরে বিএনপি মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। বলেন,স্থানীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়টি আওয়ামী লীগে আগে থেকেই আলোচনায় ছিলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *