দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এসে কত বড় ভুল করেছে অচিরেই তা প্রমাণ পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তিনি বলেন, ওরা (বিএনপি) নাকি আবারও আন্দোলন করবে!
শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রাণ ও উপকমিটি এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।
বিএনপির আন্দোলনের কথা শোনে ঘোড়াও হাসে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এখন বিএনপি ডামি দল। আর কোনো ডামি দলের দরকার নেই। তারা শোকে পাথর হয়ে গেছে। সব আশা হারিয়ে গেছে। ওরা আন্দোলন করবে, সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে এসব শুনে ঘোড়াও হাসে। এরা নিজেদের নিজেরাই ভুয়া প্রমাণ কররেছে। বিএনপির এই মুহূর্তে কোনো আশা নেই। ভিসানীতিও নাই, নিষেধাজ্ঞাও নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে না এসে বিএনপি কত বড় ভুল করেছে অচিরেই প্রমাণ পাবে। কালো পতাকা মিছিল, এটা শোক পালনের কর্মসূচি। কালো পতাকা শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা আজ পরাজিত হয়েছি।
ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে আছে সেটা আবার দেশের মানুষ প্রমাণ দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। কত কিছুই বলেছিল বিএনপি নির্বাচন হতে দেবে না। কিন্তু কি হলো, দেশের মানুষ ঠিকই নির্বাচনে অংশ নিয়েছে।
তিনি বলেন, এদেশের যত উন্নয়ন অগ্রগতি হয়েছে, দেশের মানুষের কল্যাণে কাজ করেছে সবই আওয়ামী লীগ। তাই দেশের মানুষ শেখ হাসিনাই চায় এবং তাকেই বেছে নিয়েছে।
বিএনপির আগুন সন্ত্রাসের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের ২৫ হাজার নেতাকর্মী জেলে আছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের কি প্রশাসন ছেড়ে দেবে। যারা ট্রেনে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে এবং প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে তারাই জেলে গেছে। এরা আইনের সঙ্গে লড়বে। কেউ হামলা করবে, আগুন সন্ত্রাস করবে তাদের কি বিচার হবে না।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল কুমার চ্যাটার্জি, ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদসহ ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্যরা।
Leave a Reply