চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারস্থ আমতল এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হোটেল সফিনার পাশের একটি সাত তরা ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরাসহ ৩টি ষ্টেশন থেকে ৭টি গাড়ি গিয়ে ঘটনাস্থলে পৌছে ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম অপারেটর জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিয়াজ উদ্দীন বাজারের আমতল এলাকার রাজস্থান নামক একটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকাননসহ বিভিন্ন ষ্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে পৌছে।
দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Leave a Reply