রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অভিজাত রেস্টুরেন্ট, ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাকওয়া নামের একটি অভিজাত রেস্টুরেন্ট পুড়ে গেছে।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর চারটার দিকে এই ঘটনাটি ঘটে। এতে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী বখতিয়ার হোসেন, আনোয়ার মেম্বার, মাহাবু্ব আলম, মোহাম্মদ ওমর ফারুক।

জানা গেছে, রাতে রেস্টুরেন্ট বন্ধ করে মালিক-কর্মচারিরা বাসায় চলে যান। ভোর রাতে মার্কেটে আগুন দেখে নৈশপ্রহরী বিষয়টি রেস্টুরেন্টের মালিককে জানানোর পর তারা বিষয়টি দ্রুত ফায়ার সার্ভিসের রাউজান ও কালুরঘাট ইউনিটকে জানালে দমকল বাহিনীর লোকজন দ্রুত সময়ের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় আশপাশের অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাকওয়া রেস্টুরেন্ট পুরোপুরি ভস্মীভূত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন দমকল বাহিনী।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রেস্টুরেন্টটিতে ১০/১২ জন কর্মচারি কাজ করতো। প্রতিষ্ঠানটি পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি কর্মচারিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *