চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে ৫ দালালকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের বহি:বিভাগ ও মেডিসিন বিভাগের সামনে থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হল- কুমিল্লা জেলার মুরাদনগর চোমুহনী এলাকার আব্দুল রশিদের ছেলে আবু কালাম (৩২), বহদ্দারহাট খাজা রোড এলাকার মাহবুবুর রহমান ছেলে শাহাদাত হোসেন (২৫), চকবাজার ডিসি রোডের কালাম কলোনির আবু তালেবের ছেলে গোলাম কিবরিয়া (২৪), রাউজান নোয়াপাড়ার পথেরহাট অর্চ্যপাড়া এলাকার গৌরাঙ্গ সিংহের ছেলে সুজন সিংহ (৩৯) ও সাতকানিয়া উপজেলার চরতি দুরুদুরি গ্রামের নুরুল হকের ছেলে আব্দুল আউয়াল (৩১)।
আটক পাঁচজনই বেসরকারি ডায়াগনস্টিক কর্মী। এদের মধ্যে কেউ ফ্যামিলি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে, কেউ ইউনি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আবার কেউ কেউ চুক্তিভিত্তিক বিভিন্ন বেসরকারি ল্যাবে কর্মরত।
এসব ল্যাবে তাদের চাকরিটাই দেওয়া হয়েছে-সরকারি হাসপাতালের রোগীদের রোগীদের ভুল বুঝিয়ে বিশেষ ছাড়ের কথা বলে কমিশন নির্ধারত ল্যাবে নিয়ে আসার জন্য।
ঠিক সে কাজটাই করেন আটক পাঁচজন। তারা রোগীদের ভুল বুঝিয়ে তাদের কমিশন নির্ধারিত ল্যাবে পাঠায়। পরে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন।
কয়েকজনের রোগী ও স্বজনের কাছ থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে চমেক হাসপাতাল থেকেই মোট ৫ দালালকে আটক করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আটককৃতরা বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ভুল বুঝিয়ে তাদের নির্ধারিত ল্যাবে নিয়ে রোগী হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন।
আনসার সদস্যরা তাদের হাতেনাতে মেডিসিন ওয়ার্ড থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।
Leave a Reply