সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষার্থীদের রাজপথ, রেলপথ অবরোধ

সারাদেশে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন কোটাবিরোধী আন্দোলনের সমর্থনকারী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় কুমিরাস্থ আইআইইউসির সহস্রাধিক শিক্ষার্থী এ অবরোধ করেন।

এ সময় তারা সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজট সৃষ্টি হয়। একই সময় তারা রেল পথ ও অবরোধ করে। সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ থেকে সরে গেলে পরিস্থিতি স্বভাবিক হয়।

মহাসড়কে অবরোধ চলাকালে কোট বিরোধী আন্দোলকারীদের সরিয়ে দিতে ছাত্রলীগের কয়েকটি গ্রুপ বাঁধা দিতে আসলে আন্দোলনকারীরা তাদের ধাওয়া দেয়। এসময় দুই ছাত্রলীগ নেতাকে গণ পিটুনি দেয়। বেশ কিছুক্ষণ উভয়ের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। অবরোধ চলাকালে শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল, সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল), মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে অন্তত ৬০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, শিক্ষার্থীদের অবরোধের ফলে মহাসড়কে যানবাহন আটকা পড়ে। দুপুর দেড়টা সময় শিক্ষার্থীরা সরে গেলে পরিস্থিতি স্বভাবিক হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *