চট্টগ্রামে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষ চলছ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের মুরাদপুরে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে বিকেল পৌনে ৪টার দিকে মুরাদপুর ও আশপাশের এলাকা থেকে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

এর আগে দুপুর ১টা থেকে ষোলশহর রেলস্টেশনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৩টার দিকে তারা মুরাদপুরের দিকে মিছিল নিয়ে এগোতে থাকলে সেখানে আগে থেকে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে।

সর্বশেষ বিকেল ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা আশপাশের বিভিন্ন গলি ও ভবনের ছাদে অবস্থান নিয়ে পাথর ছুড়ছে। শিক্ষার্থীরাও পাল্টা পাথর ছুড়ছেন তাদের দিকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *