২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরে দেড় হাজার পিস ইয়াবাসহ টেকনাফের বাসিন্দা যুবক মো. ইব্রাহিমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর।
আজ ৮ জানুয়ারি বুধবার সকাল ১০টার সময় পৌরসদরের মুন্সেফ বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইয়ং ইউনিয়নের ঝিমংখালীর মোঃ শফির ছেলে বলে জানা গেছে।
মাদকদ্রব্য অধিদপ্তরের খ সার্কেল এ কে এম আজাদ উদ্দিন তথ্য নিশ্চিত করে বলেন, আগে থেকে খবর ছিলো টেকনাফ থেকে পটিয়া হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াবার চালান আসছে। এমন খবরে চট্টগ্রামের মুন্সেফ বাজার এলাকায় অবস্থান নেন অধিদপ্তরের লোকজন। বুধবার সকাল ১০ টার দিকে সূত্রমতে যুবককে আটক করে তল্লাশী করে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হচ্ছে বলে পটিয়া থানা সূত্রে জানা গেছে।
Leave a Reply