ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বুধবার(৮ জানুয়ারী) বেলা ১১টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে দুই মেয়র প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়া হয়।
ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রকৌশলী ইশরাক হোসেন এবং ঢাকা উওর সিটি করপোরেশনে তাবিথ আউয়ালকে সমর্থনের দেয়ার ঘোষণা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
পরে ঢাকা সিটি করপোরেশন উত্তরের বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের পূর্ন সমর্থন দিয়েছে।
ড. কামল বলেন, ‘আমাদের মৌলিক কথা হচ্ছে— দেশের মালিক জনগণ। মালিককে মালিকানা ভোগ করতে হলে অবাধ নির্বাচনের মধ্যে নিজেদের পছন্দমত প্রতিনিধি নির্বাচন করার সুযোগ দেয়া, অধিকার দেয়া সংবিধানের কর্তব্য। তবে আমরা দেখেছি, নির্বাচন প্রক্রিয়াকে কীভাবে নষ্ট করে ঘোষণা হয়ে যায় এক-একটা রায়। আমাদের ধারণা এবারও একই ধরনের নাটক করার জন্য সরকারের দিক থেকে প্রস্তুতি নেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘আমাদের কথা হচ্ছে— জনগণের কাছে যাওয়া, জনগণকে জানানো যে এদেশের মালিক তারা। তাদেরকে এগিয়ে আসতে হবে। জনগণকে জোরালোভাবে সামনে আসতে হবে। যাতে মানুষ বুঝুক, দেশের মালিক যারা আছে তারা এই ব্যাপারে ভূমিকা রাখতে আগ্রহী। আমরা চাই— মানুষকে বোঝানো হোক যে এই আন্দোলন আমাদের চলবে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রকে পুরোপুরিভাবে, বাস্তবে জাগানোর জন্য জনগণের আন্দোলন আরও জোরদার করা হবে। এর মধ্যে দিয়ে জনগণ অবশ্যই দেশের মালিকানা প্রতিষ্ঠা করবে। প্রকৃত অর্থে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। যদিও এই সরকারের যেসব কার্যকলাপের মধ্যে দিয়ে গণতন্ত্রকে সবদিক থেকেই ধ্বংস করা হয়েছে এবং সেই প্রস্তুতি তারা আবারো নিচ্ছে।’
ড. কামাল আরও বলেন, ‘জনগণের কাছে আমার আবেদন, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। দেশকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসবে। এই ভোটের মাধ্যমে দেখানো যাক যে, জনগণ যেটা চাচ্ছে সেই নির্বাচন আমরা করাতে পারি। আর সরকার যদি একবারে নির্লজ্জভাবে সেই নির্বাচন ধ্বংস করে তাহলে আমাদের আন্দোলনের দিকে এগিয়ে যেতে হবে।’
এর আগে ড. কামাল হোসেন দুই মেয়র প্রার্থীকে হাত ধরে দোয়া করে দেন।
এসময় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply