চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্যাপক গোলাগুলি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এলাকায় ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টা থেকে এ গোলাগুলি শুরু হয়।

জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন। কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে।’

তিনি আরও জানান, বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার শ‌ফিকুল ইসলাম। তিনি জানান, ‌কিছু বিশৃঙ্খল প‌রি‌স্থি‌তি ঠেকাতে কারারক্ষীরা ফাঁকা গু‌লি করেছেন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারের অভ্যন্তরে আর বা‌ইরে সেনাবা‌হিনীর সদস্যরা রয়েছেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর থেকে কারাগারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। ধারণা করছেন, কারাবন্দিরা মুক্তির দাবিতে ভেতরে ‘বিদ্রোহ’ শুরু করেছেন। এ কারণে হয়তো গুলি করে তাদের নিবৃত করার চেষ্টা করেছে কারা কর্তৃকপক্ষ।

পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের প্রধান গেটসহ কারাগারের সব গেট নিয়ন্ত্রণে নেয়। কারাবন্দিদের স্বজনরা প্রধান গেটে এসে জড়ো হতে থাকে। পরে বাইরের দিকে উত্তেজনা তৈরি হলে কারা কর্তৃপক্ষ নিরপাত্তায় গুলি চালায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *