২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা আমবাগান ক্যান্টিন গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি একটি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি ও ২টি ছোরা উদ্ধার করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে ৮ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আশিকুর রহমান পলাশ প্রকাশ কান কাঁটা পলাশ (৩২), মো. আবু তৈয়ব (২৪), মো. রানা (২৮) ও মো. মহিউদ্দিন সিদ্দিকী প্রকাশ টিপু (৩৫)।
তথ্য নিশ্চিত করে গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বললেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ। তাছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply