২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আগুনে পুড়ে গেছে একটি বসতঘর ও একটি গুদাম ঘর এবং তিনটি দোকান। শনিবার ভোর ৫টার দিকে ওই এলাকার সাগরিকা সিনেমা হলের পেছনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দীন তথ্যটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণের আগে আগুনে পুড়ে সাত কক্ষ বিশিষ্ট একটি বসতঘর, আমির হোসেনের মালিকানাধীন একটি গুদাম, একটি মুদির দোকান, একটি ফার্মেসি এবং একটি কসমেটিক্সের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।
এতে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং অন্তত ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
২৪ ঘন্টা নিউজ/আর এস প্রিন্স
Leave a Reply