ওমানের নতুন সুলতান নির্বাচিত হয়েছেন হাইথাম বিন তারিক আল-সাঈদ। তিনি আধুনিক ওমানের সৃষ্টা, আরব বিশ্বের দীর্ঘতম ও জনপ্রিয় শাসক প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই।
শনিবার (১১ জানুয়ারি) তিনি দেশটির সুলতান হিসেবে শপথ নেবেন।
আরব বিশ্বের দীর্ঘদিনের শাসক সুলতান কাবুস বিন সাঈদ শুক্রবার সন্ধ্যায় ক্যানসার ও বার্ধক্যজনিত কারণে মারা যান। এবার তার উত্তরসূরি হিসেবে হাইথাম বিন তারিক আল-সাঈদ সুলতান হলেন। এর আগে তিনি ওমানের সুলতানিতে ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
১৯৭০ সালে পিতার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করার পর প্রায় অর্ধ শতাব্দী ওমান শাসন করেন ৭৯ বছর বয়সী সুলতান কাবুস। তার মৃত্যুতে ওমানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পাশাপাশি বলা হয়েছে টানা ৪০ দিন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
Leave a Reply