চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

বঙ্গবন্ধু বিপিএলের চলতি আসরে নিজেদের প্রথম দেখায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটে হেরেছিল রাজশাহী রয়্যালস। টুর্নামেন্টে আজ দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল দুদল। যেখানে লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়ে চট্টগ্রামকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রাজশাহী।

এদিন মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৪৮ রানের সুবাদে আগে ব্যাট করে রাজশাহীর সামনে ১৫৬ রানের লক্ষ্য দাঁড় করে চট্টগ্রাম। এই টার্গেট টপকাতে নেমে দলের হয়ে দুর্দান্ত শুরু করেন রাজশাহীর দুই ওপেনার লিটন ও আফিফ হোসেন। চার-ছক্কার ফুলঝুরিতে চট্টগ্রামের বোলারদের শাসন করতে থাকেন দুজন। এরই এক ফাকে মাত্র ২৯ বলে টুর্নামেন্টে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন লিটন।

ইনিংসের ১১তম ওভারে ৩২ রানে থাকা আফিফকে ফিরিয়ে রাজশাহী শিবিরে প্রথম আঘাত হানেন চট্টগ্রামের স্পিনার নাসুম আহমেদ। তবে নিজেদের জয় তুলে নিতে একেবারেই বেগ পেতে হয়নি রাজশাহীকে। পরে লিটনের সাথে ধ্বংসযজ্ঞে দেন শোয়েব মালিক। এই দুই ব্যাটসম্যানের ৫০ রানের পার্টনারশিপে চট্টগ্রামের বিপক্ষে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী রয়্যালস।

জিয়াউরের বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৭৫ রানের ইনিংসটি লিটন সাজিয়েছন ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে। মালিকের ব্যাট থেকে আসে ৪৩ রান। ১৪ বল হাতে রেখে পাওয়া জয়ের ফলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রাজশাহী। এই সাথে নিশ্চিত করলো কোয়ালিফায়ার পর্বের খেলা।

এর আগে টস হেরে জুনায়েদ সিদ্দিকীকে নিয়ে চট্টগ্রামের ইনিংস শুরু করতে আসেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তবে রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপে খুব বেশি সুবিধা করতে পারেননি তারা। ইনিংসের সপ্তম ওভারে দলীয় ৩৮ রানের মাথায় ২৩ বলে সমান ২৩ রানে থাকা জুনায়েদকে আউট করেন শোয়েব মালিক। এরপর গেইল ২১ বলে ২৩ ও ইমরুল কায়েস আউট হন ১৮ বলে ১৯ রান করে।

৬৯ রানে ৩ উইকেট হারানোর পর চ্যাডউইক ওয়ালটনও ৪ রান করে ফিরে গেলে নুরুল হাসান সোহানকে নিয়ে চট্টগ্রামের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে ৩৮ রানের পার্টনারশিপ গড়েন দুজন। শেষদিকে সোহানের ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসের সাথে রিয়াদের ৩৪ বলে অপরাজিত ৪৮ রানের সুবাদে ১৫৫ রানের সংগ্রহ দাঁড় করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৫৫/৫ (২০ ওভার)
রিয়াদ ৪৮*, সোহান ৩০, গেইল ২৩, জুনায়েদ ২৩; মালিক ১/১১, রাহি ১/১২, আফিফ ১/১৮।

রাজশাহী রয়্যালস: ১৫৬/২ (১৭.৪ ওভার)
লিটন ৭৫, মালিক ৪৩*, আফিফ ৩২; জিয়া ১/১৫, নাসুম ১/৩৩।

ফল: রাজশাহী ৮ উইকেটে জয়ী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *