চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী লেদু গ্রেফতার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগকর্মী আবদুল নবী লেদুকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে নগরীর খুলশী থানার গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ১৬ জুলাই থানাধীন মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের বিপরীত পাশে জুমাইরা বিল্ডিংয়ের সামনে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। আসামি আবদুল নবী লেদু আন্দোলনরত ছাত্রদের উপর গুলি ছোড়ার সাথে সম্পৃক্ত।

নিহত ফার্নিচারকর্মী মোঃ ফারুক বহদ্দারহাটে ভাত খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় মুরাদপুর সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে নিহত হয়। এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানায় মামলা হয়। মামলায় ২৬৯ আসামির মধ্যে তার নাম রয়েছে।

তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ৫টি মামলার তার নাম রয়েছে। ৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে আসামির উপস্থিত নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

আসামিকে পাচঁলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *