চট্টগ্রাম নগর বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম মহানগরের ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার নগরীর একটি কনভেনশন হলে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।

এ সময় তিনি জানান, মহানগরের সব থানা ও ওয়ার্ড কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। সামনের দিনে দলকে আরও সুসংগঠিত ও বিকশিত করতে খুব দ্রুত দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের নেতৃত্বে আনার পরিকল্পনা চলছে।

তিনি জানান, দেশের এমন ক্রান্ত্রিলগ্নে তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বিএনপি আগের চেয়ে আরও বেশি সংগঠিত। তবে দলের কোনো নেতাকর্মী কোনো ধরণের অপকর্মের সঙ্গে যুক্ত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত সাত জুলাই এরশাদ উল্লাহকে আহবায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *