সীতাকুণ্ডে মন্দির ভিত্তিক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা গ্রামে একটি মন্দির ভিত্তক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেল চারটার দিকে উত্তর মছজিদ্দা সার্বজনীন দুর্গা মন্দির শিশু বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানেরপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক রিঙ্কু কুমার শর্মা।

মন্দির কমিটির সভাপতি ধনপতি আইচের সভাপতিত্বে অধ্যাপক রনজিত কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, ট্রাস্টের মাঠ তদারকারী সুজিত কুমার হালদার, অধ্যাপক কৃষ্ণ চন্দ্র দাস। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন বিদ্যালয়টির শিক্ষক রমা বনিক। পরে ৩০জন

শিক্ষার্থীদের মধ্যে বইসহ অন্যান্য শিক্ষা উপকরণ ও শিশু শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রিংকু কুমার শর্মা বলেন, আমাদের শিশু অ-তে অজগর শিখে। যেটা শিশুদের জন্য মানষিক দিক থেকে ভয়ঙ্কর। মন্দির ভিত্তিক স্কুলগুলোতে বর্ণমালাগুলোর পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া হবে। ফলে শিশু থেকেই প্রার্থনা, পূর্জা অর্চনা শিখে যাবে। এজন্যই প্রাক-প্রাথমিকে হিন্দুদের জন্য মন্দির ভিত্তিক স্কুলই উত্তম।

বিশেষ অতিথি অধ্যাপক রনজিত সাহা বলেন, শিশুদের মানষিক বিকাশের পাশাপাশি
ধর্মীয় জ্ঞান জরুরী। শিশু অবস্থায় ধর্মীয় জ্ঞান দিতে পারলে বড় হলে ধর্ম চর্চা
করতে জড়তা আসবে না। সেজন্য শিশুদের মন্দির ভিত্তিক স্কুলে ভর্তি করানো দরকার।

সভাপতির বক্তব্যে ধনপতি আইচ বলেন, নিজেরা গৃহ শিক্ষক রেখে হিন্দু ধর্মাবলম্বীরা শিশুদের ধর্ম শিক্ষা দিতে দেখা যায় না। এরকম স্কুল প্রতিষ্ঠার খবরে তিনি স্থানীয়দের উৎসাহিত করেছেন। যেন সন্তানদের এ স্কুলে ভর্তি করান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *