চট্টগ্রাম ৮ উপ নির্বাচন স্থগিত চেয়েছেন বিএনপির প্রার্থী সুফিয়ান

চট্টগ্রাম ৮ উপ নির্বাচন স্থগিত চেয়েছেন বিএনপি

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী চান্দগাঁও) উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর থেকে ১৭০টি কেন্দ্রের মধ্যে অস্ত্রের মুখে ১২০টি কেন্দ্র দখল করে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপি দলীয় প্রার্থী আবু সুফিয়ান।

এছাড়া ভোট কেন্দ্র থেকে ভোটারদের বের করে দিয়ে নির্বাচন সুষ্ঠ দেখানোর লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা লাইনে দাড়িয়ে বিশৃঙ্খল সৃষ্টিসহ নানান অভিযোগ এনে নির্বাচন স্থগিত করে পূনরায় নির্বাচনের দাবী জানিয়েছেন তিনি।

১৩ জানুয়ারি ভোট গ্রহণের দিনে সোমবার দুপুরে নির্বাচন কমিশনারের বরাবরে লিখিত অভিযোগ দেন এবং বেলা ১টার দিকে নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একই অভিযোগ তুলে ধরে নির্বাচন স্থগিত করে পূনরায় নতুন তারিখ ঘোষণার জন্য ইসির প্রতি দাবী জানায় প্রার্থী আবু সুফিয়ান।

তিনি জানান বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ইভিএম মেশিনে আঙ্গুলের পাঞ্চ নিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৌকায় ভোট দিচ্ছে। ইতোমধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ১৭০টি কেন্দ্রের মধ্যে অস্ত্রের মুখে ১২০টি কেন্দ্র দখল করে নিয়েছে। তারা বিএনপির অনেক নেতাকর্মীকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে।

তিনি বলেন-ভোটাররা যেন ভোট দিতে না যায় সেজন্য ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য গতরাতে আমার এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে। যারা সকালে ভোট কেন্দ্রে যাচ্ছিলো তাদের অনেককে রাস্তায় মারধর করা হয়েছ। যারা সকল বাঁধা উপেক্ষা কেন্দ্রে গেছে তাদের অনেককে বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি। আবার যারা বুথে প্রবেশ করেছে তাদেরকেবেরও করে হয়েছে।

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, সব গুলো কেন্দ্রে সকাল থেকে ছাত্রলীগ যুবলীগ দখল করে নিয়েছে। আমাদের লোকজনকে বের করে দেয়া হয়।

প্রতিটি কেন্দ্রে ৪/৫শ ছাত্রলীগ যুবলীগ লাইন ধরে দাড়িয়ে থাকে যাতে দেখানো হয় ভোট সুষ্ঠু হচ্ছে। মোট ১৭০টি কেন্দ্রের মধ্যে ১২০টি কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে নিয়েছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনারকে লিখিত দিয়েছি।

সংবাদ সম্মেলনে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর কেন্দ্রিয় বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম মীর হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণের প্রথম দিকে ভোট কেন্দ্রের পরিবেশ শান্ত থাকলেও পরে বিভিন্ন কেন্দ্র দখল করে নেয় বলে বিএনপি নেতারা অভিযোগ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *