দুবাইয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

ওবায়দুল হক মানিক, আরব আমিরাতঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কসন্যুলেটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের সাথে পালন করা হয়েছে।

এ উপলক্ষে গত ১০ জানুয়ারি কনস্যুলেট ভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কনস্যুলেটের সকল কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য অতিথি এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কনস্যুলেট ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আগত অতিথিরা। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন কাউন্সিলর ফাতেমা জাহান ও কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।

অনুষ্ঠানের আলোচনা পর্বে কনস্যুলেট জেনারেল ইকবাল হোসাই খান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঢাকায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনার বর্ণাঢ্য উদ্বোধনের সাথে মিল রেখে দুবাইয়ে কনস্যুলেটেও ক্ষণগণনার প্রতীকী উদ্বোধন করা হল।

পরে কনস্যুলেটের প্রথম সচিব প্রবাস লামারাং এর উপস্থাপনায় এক আলোচনা সভায় অংশ নেন দুবাইয়ে বাংলাদেশ বিমানের ম্যানেজার দিলিপ কুমার চৌধুরী, প্রকৌশলী আবু জাফর, অধ্যাপক আব্দুস সবুর, মোঃ আয়উব আলী বাবুল, কাজী মোহাম্মদ আলী।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ও স্বদেশ প্রত্যাবর্তনের উপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সচিব পার্সপোর্ট নুর-এ-মাহাবুবা জয়া ও প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেন, কাউন্সিলর মোঃ মোজাফ্ফর হোসেন সহ কনস্যুলেটের কর্মকর্তা কর্মচরী, রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *