ঘন কুয়াশা : আজও চট্টগ্রামের বদলে কলকাতা ফিরে গেল ৩ বিমান

ঘন কুয়াশার কবলে শাহ আমানত বিমান বন্দর

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঘন কুয়াশার কবলে পড়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ না করে কলকাতা ফিরে গেছে ৩টি আন্তর্জাতিক বিমান।

তাছাড়া মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট অবতরণ করেনি বলে জানা গেছে।

জানা যায়, এ সময়ের মধ্যে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কলকাতা বিমান বন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারি ব্যবস্থাপক খাইরুল কবির। তিনি বলেন, মঙ্গলবার ভোর থেকে সকাল পৌণে ১০টা পর্যন্ত ফ্লাইট কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় ৩টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে কলকাতা বিমান বন্দরে অবতরণ করেন।

তিনি বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর এসব ফ্লাইট চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে। তাছাড়া কুয়াশা কেটে যাওয়ার পর বিমানবন্দরটিতে আগের শিডিউল অনুযায়ী ফ্লাইট চলাচল করছে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপন উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান জানিয়েছেন কুয়াশা কেটে যাওয়ার পর কলতাকায় ফিরে যাওয়া ফ্লাইটগুলো একে একে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরিয়ে আনা হচ্ছে।

এর মধ্যে সকাল পৌণে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি থেকে আসা ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। তিনি বলেন দুপুর ১টার মধ্যেই বাকি দুটি ফ্লাইটও চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করবে বলে তিনি জানিয়েছেন।

এরআগে সোমবার সকালে মাস্কট থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ঘন কুয়াশার কারনে চট্টগ্রাম নামতে না পেরে কলকাতায় ফিরে যায়। পরে কুয়াশা কেটে গেলে বিমানটিকে ফের চট্টগ্রাম বিমান বন্দরে নিয়ে আসা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *