অবশেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

নানান নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিসিবির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বাংলাদেশের সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ঐক্যমতে পৌঁছেছেন।

জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো আজ (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

Bangladesh will play three T20Is in Lahore from 24-27 January, with the first Test to be held in Rawalpindi from 7-11 February.

After the PSL, the one-off ODI will take place in Karachi on 3 April, with the second Test to be played from 5-9 April.

— ESPNcricinfo (@ESPNcricinfo) January 14, 2020

সূচি অনুযায়ী, প্রথম ধাপে পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। চলতি মাসের ২৪ থেকে ২৭ জানুয়ারি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে লাহোরে।

টি-টোয়েন্ট সিরিজ শেষ করে দেশে ফিরে আসবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট খেলে দেশে ফিরে আসবে টাইগাররা।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে বাংলাদেশ দল আবারো যাবে পাকিস্তান সফরে। ৩ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে। এরপর একই ভেন্যুতে ৫-৯ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

অনেক জলঘোলার পর বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হওয়ায় উচ্ছ্বসিত পিসিবি। পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি ও প্রধান নির্বাহী প্রকাশ করেছেন স্বস্তি। সূচি চূড়ান্ত হওয়ার পেছনে ভূমিকা রেখেছেন খোদ আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *