বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ প্রশংসনীয় ভূমিকা রাখছে: ফারাজ করিম

নেজাম উদ্দিন রানা, রাউজান : বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ রাউজান ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গগলবার (১৪ জানুয়ারি) নোয়াপাড়া পথেরহাটস্থ ভারতশ্বরী প্লাজা চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য, উদীয়মান রাজনীতিবিদ ও সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।

দ. রাউজান ছাত্রলীগের সভাপতি ছৈয়্যদ মুহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, উরকিরচর ইউপি চেয়ারম্যান ছৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, কদলপুর ইউপি চেয়াম্যান তসলিম উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উপদেষ্টা স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এস এ এম হোসাইন, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম চৌধুরী, দক্ষিণ রাউজান পূজা উদযাপন কমিটির সভাপতি ম্যালকম চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে ফারাজ করিম চৌধুরী বলেন, ছাত্রলীগ দেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনটি বঙ্গবন্ধুর হাতে গড়া। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ প্রশংসনীয় ভূমিকা রাখছে। মেধাবী নেতৃত্বের মাধ্যমে ছাত্রলীগকে মাদকমুক্ত, সুন্দর সমাজ বিনির্মাণে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ ও দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দক্ষিণ রাউজানের আওতাধীন সাতটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, আহবায়ক, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ও নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতিগণ বক্তব্য রাখেন।

পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দদের নিয়ে কেক কাটেন ফারাজ করিম চৌধুরী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিশজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপরকরণ দেওয়া হয়। বিকেলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *