২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী আমবাগান রেল ক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ১৫ জানুয়ারি দুপুর পৌনে ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর ধারণা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন কান্তি জানান, বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন বগি আমবাগান এলাকার ডক থেকে বের হয়ে চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল। ইঞ্জিনটি আমবাগান রেল ক্রসিং এলাকায় গেলে সেখানে অসাবধানতাবশত ইঞ্জিনের নিচে কাটা পড়ে এক যুবক। এতে ঘটনাস্তলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
Leave a Reply