সীতাকুণ্ডে ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই গোল সেগুন কাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটের সলিমপুর ওভার ব্রীজ থেকে কাঠ বোঝায় মিনি কভার্ডভ্যানটি আটক করা হয়। বন কর্মকর্তারা জানিয়েছে কভার্ডভ্যানটিতে অনুমানিক ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল।

জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই গোল সেগুন কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (চট্ট মেট্রো ড ১১-১৪-৬১) একটি মিনি কভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তারা মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে অবস্থান নেন।

বৃহস্পতিবার ভোর রাতে কাঠবোঝাই কাভার্ডভ্যানটি দেখতে পেয়ে স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তাসহ কাঠ বোঝাই মিনি কভার্ডভ্যানটিকে থামার সংকেত দেন।

কভার্ডভ্যানটির চালক ব্যরিকেট উপেক্ষা করে গাড়ি ঘুরিয়ে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে পালানোর চেষ্টা করলে বন কর্মকর্তারা ধাওয়া করে ফকিরহাট ওভার ব্রিজের উপর থেকে কভ্যার্ডভ্যানটি আটক করতে সক্ষম হয়। পরে কাভার্ডভ্যানটি মাদাম বিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে যান।

ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার) এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৯৮৭ সনের (২০০০১৬) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *