আজ বিপিএলের ফাইনাল

আজ রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সপ্তম আসরের শিরোপার লড়াইয়ে নামবে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু বিপিএলের বিশেষ ট্রফি উন্মোচন করা হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম ও রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল এই ট্রফি সবার সামনে নিয়ে আসেন।

বক্তিগতভাবে প্রথমবার ফাইনাল খেলতে যাওয়া মুশফিকের চোখ শিরোপায়। আন্দ্রে রাসেল বীরত্বে ফাইনালে ওঠা রাজশাহীও ছেড়ে কথা বলবে না।

খুলনা শুরু থেকে দুর্দান্ত ক্রিকেট খেলছে। অফ স্পিনার মিরাজকে অলরাউন্ডার বানিয়ে সফল হয়েছে দলটি। শেষের দিকে এসে ছন্দে ফিরেছেন ওপেনার নাজমুল হোসেন শান্তও। মিডল অর্ডারও বেশ ভালো করছে। মুশফিক ভরসার নাম। টিম কম্বিনেশনের কারণে এতদিন সুযোগ না পেলেও ফাইনালে খেলতে পারেন হাশিম আমলা। খুলনা বোলিং লাইনআপও যেকোনো দলকে ভড়কে দিতে পারে।

অন্যদিকে, দারুণভাবে শুরু করা রাজশাহী শেষ দিকে এসে কিছুটা ছন্দ হারালেও আন্দ্রে রাসেল ব্যাটে ফাইনালে উঠেছে। লিটন-আফিফের উদ্বোধনী এবারের আসরের সেরা। শোয়েব মালিক-আন্দ্রে রাসেলদের ব্যাট জ্বলে উঠলে খুলনাকে হারানো কঠিন নয়। টিম ডিরেক্টরহীন রাজশাহী শিরোপা জিতলে অবাক হওয়ার কিছু থাকবেনা।

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *