পারফরম্যান্স বিবেচনায় বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরের সেরা একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। ক্রিকেট গণমাধ্যমটির বাছাইকৃত একাদশের নেতৃত্বে রয়েছেন আন্দ্রে রাসেল।
রাসেলের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রয়্যালস, যা প্রথমবারের মত রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্বকারী কোনো দলের বিপিএল শিরোপা। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ রাসেল পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। ক্রিকইনফো তাই রাসেলকেই দিয়েছে নেতৃত্বের বাহুবন্ধনী।
দেশি ক্রিকেটারদের মধ্যে এই একাদশে রয়েছেন নাইম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা ও মুস্তাফিজুর রহমান।
বিপিএলে একাদশে ৪ জন করে বিদেশি রাখার নিয়ম থাকলেও সার্বিক পারফরম্যান্সে ক্রিকইনফোর একাদশে জায়গা পেয়েছেন ৫ জন বিদেশি ক্রিকেটার। রাসেল ছাড়াও বাকিরা হলেন- রাইলি রুশো, ডেভিড মালান, মোহাম্মদ আমির ও মুজিব উর রহমান।
একাদশে লিটন ও নাইমকে দেওয়া হয়েছে ওপেনারের ভূমিকা। মুশফিক রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। স্কোয়াডে স্পিনার হিসেবে আছেন ঢাকার হয়ে খেলা মেহেদী হাসান ও আফগান তরুণ মুজিব।
একনজরে দেখে নেওয়া যাক, ইএসপিএনক্রিকইনফোর বাছাই করা বঙ্গবন্ধু বিপিএলের সেরা একাদশে কোন দলের কোন কোন ক্রিকেটার রয়েছেন-
নাইম শেখ- রংপুর রেঞ্জার্স
লিটন দাস- রাজশাহী রয়্যালস
রাইলি রুশো- খুলনা টাইগার্স
মুশফিকুর রহিম- খুলনা টাইগার্স (উইকেটরক্ষক)
ডেভিড মালান- কুমিল্লা ওয়ারিয়র্স
আন্দ্রে রাসেল- রাজশাহী রয়্যালস (অধিনায়ক)
মেহেদী হাসান- ঢাকা প্লাটুন
মোহাম্মদ আমির- খুলনা টাইগার্স
মুজিব উর রহমান- কুমিল্লা ওয়ারিয়র্স
মেহেদী হাসান রানা- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
মুস্তাফিজুর রহমান- রংপুর রেঞ্জার্স
Leave a Reply