মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা দুই দিন পেছানো হয়েছে। ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এখন শুরু হবে ৩ ফেব্রুয়ারি সোমবার।
শনিবার রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।
সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখও পেছানো হয়েছে। ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি নির্বাচন হবে।
নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় শনিবার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিকাল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, ৩০ জানুয়ারি ভোটের দিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে নির্বাচনের তারিখ পেছানো হয়। ফলে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply