প্রধানমন্ত্রী দেশকে ঠিক যেভাবে দেখতে চান তারই বাস্তব চিত্র দৃশ্যমান রাউজানে : তাজুল ইসলাম

নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে ঈসাখাঁ দিঘীর পাড়ে দৃষ্টিনন্দন নবনির্মিত ইউপি ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় তিনি প্রথমে নোয়াজিষপুর নতুন হাট বাজারে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে আধুনিক মার্কেট নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করে নোয়াজিষপুরে নবনির্মিত ইউপি ভবন উদ্বোধন করা করেন।

সেখান থেকে তিনি অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত শুভ উদ্বোধন মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অনুষ্ঠানে আসার পথে রাউজানের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। দেশকে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক যেভাবে দেখতে চান তারই বাস্তব চিত্র দৃশ্যমান রাউজানে। এজন্য রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই।
মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর মাধ্যমে এ দেশের হত দরিদ্র মানুষ স্বপ্ন দেখেছিল এশটি উন্নত বাংলাদেশের। বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন। তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধু বাংলাদেশের সার্বিক উন্নয়নের আন্তরিকভাবে কাজ করে দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সে সময় বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতি দিশেহারা হয়ে পড়েছিল। সেই দিশেহারা জাতিকে একটি অভিষ্ট্য লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা হাল ধরেছিলেন। বঙ্গবন্ধু দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে এ দেশের সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি উন্নয়নের মহা পরিকল্পনা গ্রহণ করেন।

১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসেন তখন দেশের দারিদ্র্যের হার ছিল ৬২ পার্সেন্ট। দেশে বিদ্যুৎ উৎপাদন হতো এগারশ মেগাওয়াট, আমাদের খাদ্যে ঘাটতি ছিল এগার লক্ষ টন, আমাদের যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত নিন্ম, আমাদের কর্মসংস্থানের সুযোগ ছিল অত্যন্ত সীমিত, শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত দূর্বল, স্বাস্থ্য সেবা থেকে মানুষ বঞ্চিত ছিল।

বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নতি শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্কভাতা, বিধবা ভাতাসহ গ্রামীণ অবকাটামোগত উন্নয়নের জন্য অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করার কারণে দেশ আজ উন্নয়নের মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে।

প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

নোয়াজিষপুর ইউপি ভবন

নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন ও মোহাম্মাদ মোক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য,স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপরিচালক ইয়াছমিন পারভিন তিরবীজি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,বিশিষ্ট ব্যাংকার জাহাঙ্গীর আলম খাঁন,এ এস এম হোসাইন, আলহাজ্ব ফরিদ আলম চৌধুরী প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *